বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আলমনগর ইউনিয়নের নবগ্রামে ঝিনাই নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়।
নিহত সাদিয়া নাগদা শিমলা ইউনিয়নের জামোইল গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও গোপালপুর দারুল উলূম কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
এর আগে মঙ্গলবার (২৭ জুন) বিকেলে বান্ধবীর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
জানা গেছে, সাদিয়া তার পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়িতে এসে বান্ধবীর সঙ্গে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। প্রথমে স্থানীয়রা পরে গোপালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে মঙ্গলবার রাত পর্যন্ত নদীতে তল্লাশি চালায়। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।
সকালে নদীতে সাদিয়ার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে নিহতের স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
0 coment rios: